খেলাধুলা

সেলফি তোলার জন্য হলুদ কার্ড!

ইসরায়েলে প্রীতি ম্যাচ খেলতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ইসরায়েলের সাবেক খেলোয়াড়েরা। ২০০২ ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবল দলের সদস্যদের নিয়ে সাজানো দলে ছিলেন বেবেতো, কাকা, রোনালদিনহো, আমরোসোর মতো খেলোয়াড়েরা। ইসরায়েলের হয়ে ছিলেন ইসরায়েলের সাবেক কিছু খেলোয়াড়। কিন্তু এই ম্যাচে সবকিছু ছাড়িয়ে গেছে কাকাকে ঘিরে ঘটা এক কাণ্ড। খেলোয়াড়ি জীবনে এমন বিড়ম্বনার মুখোমুখি হয়েছেন কাকা। কিন্তু প্রীতি ম্যাচ খেলতে গিয়ে যে ঘটনার মুখোমুখি হয়েছেন কাকা, তেমনটা কেউ দেখেনি কখনো।

প্রীতি ম্যাচ খেলতে গিয়ে যে ঘটনার মুখোমুখি হয়েছেন কাকা, তেমনটা আগে কেউ দেখেনি কখনো।

ম্যাচের একপর্যায়ে দৌড়ে আসেন ইসরায়েলি রেফারি লিলাখ। এসেই কোনো কথা বাদ দিয়ে পকেট থেকে বের করে হলুদ কার্ড দেখিয়ে দেন কাকাকে। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান কাকা। এমনকি পাশে থাকা কাফুও অবাক হয়ে যান, কোনো কারণ ছাড়াই কেন হলুদ কার্ড দেখানো হলো তাঁকে? এরপরই পকেট থেকে নিজের মোবাইল বের করলেন হাইফা। এরপর তুলে নিলেন কাঙ্ক্ষিত সেলফি। যে সেলফির জন্য এত কাণ্ড, সেটি পেয়ে গেলেন লিলাখ। ব্রাজিলের অন্য খেলোয়াড়েরা এতে মজা পেয়ে হাত মিলিয়েছেন রেফারির সঙ্গে। এই ঘটনা ছাপিয়ে গিয়েছে পুরো ম্যাচকে। ৪-২ গোলে ম্যাচ জিতে নিয়েছে ব্রাজিল লিজেন্ডস। গোল করেছেন বেবেতো, কাকা, রোনালদিনহো আর মার্সিও আমরোসো।

এর আগে দলের হয়ে গোলও করেন কাকা। ম্যাচের ৪৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় গোলে দলকে ৩-২ এ এগিয়ে রাখেন তিনি। পরে মারসিও অ্যাম্ব্রোসো গোল করলে ৪-২  ব্যবধানে ম্যাচ জেতে ব্রাজিলিয়ান লেজেন্ড। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানানোর পর প্রথম মাঠে নামেন কাকা।ফুটবল ক্যারীযার শুরু করেছিলেন তিনি সাও পাওলোর হয়ে। পরে ইতালির এসি মিলানে যোগ দেন এ প্লেমেকার।২০০৭ সালের তার দুর্দান্ত ফুটবলে এসি মিলান লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতে। পরে রিয়াল মাদ্রিদে এসেও একটি লা লিগা জয় করেন এ ব্রাজিলিয়ান কিংবদন্তি।