বাংলাদেশ

সেজে উঠল মুজিব কর্নার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ গণপূর্ত বিভাগে ‘মুজিব কর্নার’ এবং বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন হল। গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের কেক কেটে মুজিব কর্ণার ও বঙ্গবন্ধু গ্যালারির উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু গ্যালারি ও বঙ্গবন্ধু কর্নারের বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি, কাজের আলোকচিত্র এবং বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে। গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সৎ ও নিষ্ঠার সঙ্গে গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে চায়।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কর্নযজ্ঞে অংশীদার হতে চায় গণপূর্ত অধিদপ্তর। সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ণের জন্য গণপূর্ত অধিদপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি আরও জানানন, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা গণপূর্তে ঠিকাদার ও কর্মকর্তা–কর্মচারীরা বঙ্গবন্ধু কর্ণারে রক্ষিত বই পড়ে বঙ্গবন্ধু ও তার চিন্তা চেতনা সম্পর্কে জানতে পারবেন।