বিনোদন

সৃজিত-মিথিলার হানিমুন

বিয়ের পরদিনেই সৃজিত এবং মিথিলা উড়াল দেন বরফে ঘেরা আল্পসের দেশ সুইজারল্যান্ডের জেনেভায়। সেখানেই হানিমুন করছেন এ নতুন দম্পতি। প্রকাশ্যে এলো তাদের মধুচন্দ্রিমার একগুচ্ছ নতুন ছবি।

বড়দিনের আর বেশি দিন বাকি নেই। রাস্তাঘাট সেজে উঠেছে আলোয়। ঠান্ডাও তো সেখানে বারোমাস। কালো লং জ্যাকেটে জেনেভার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মিথিলা, সৃজিত। রাস্তায় সাজানো রয়েছে দাবার গুটি। পেছনে আবার ছোট ছোট তাঁবু। রাস্তাঘাট ভিজে। একে অপরের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছেন দু’জনে। ভালবাসায় বুঁদ হয়ে রয়েছেন।