দেশ

‘‌অবিলম্বে ইন্টারনেট চালু করতে হবে’‌

শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে জম্মু–কাশ্মীরে স্বস্তি। অবিলম্বে চালু করতে হবে ইন্টারনেট। সক্রিয় করতে হবে সরকারি ওয়েবসাইট, ই–ব্যাঙ্কিং। কেন্দ্রকে এই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা বিলোপের পর ১৫৮ দিন ধরে চলা নিষেধাজ্ঞার মধ্যেই আজ এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ১৪৪ ধারা জারি করে নির্বিচারে মানুষের অধিকারে হাত দেওয়া যায় না। নিষেধাজ্ঞা সংক্রান্ত সব নির্দেশ জনসমক্ষে প্রকাশ করতে হবে। ইন্টারনেট মাধ্যমে মতপ্রকাশের অধিকার–মৌলিক অধিকার বলেও জানান বিচারপতির বেঞ্চ।
বিচারপতি এন ভি রামানা, আর সুভাষ রেড্ডি এবং বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে চলা মামলার শুনানিতে বলেন, তথ্য আদান–প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। এটি মতপ্রকাশের স্বাধীনতারই একটি অংশ। সুতরাং অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ রাখা যায় না। এটা বাক্‌স্বাধীনতার অংশ। জম্মু–কাশ্মীর প্রশাসনকে নির্দেশ, এক সপ্তাহের মধ্যে যাবতীয় নিষেধাজ্ঞা পর্যালোচনা করে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
বিচারপতি রামানা বলেন, ‘‌মানুষের স্বাধীনতা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য এবং নাগরিকদের অধিকার সুনিশ্চিত করাও কাজ আমাদের। নির্দেশের পেছনে কোনও রাজনৈতিক স্বার্থ আছে কিনা সেটা দেখা কাজ নয় আদালতের।’‌