বিনোদন

সিংহের মুখোমুখি শুভশ্রী

জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এখন ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন। সুদূর কেনিয়াতে রাজ-শুভশ্রী ছুটি কাটাচ্ছেন! ওয়াইল্ড লাইফ স্যানটুয়ারির আশেপাশেই কাটছে তাদের গ্র্যান্ড হলি ডে। আর সেখানেই সিংহের মুখোমুখি হলেন শুভশ্রী গাঙ্গুলি। কয়েকদিন ধরেই নিজেদের ছুটির আমেজ ফ্যানদের সঙ্গে ভাগ করে নিতে কেনিয়াতে ছুটির নানা মুহুর্ত ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে শেয়ার করছেন রাজ শুভশ্রী দুজনেই! শুভশ্রী ইনস্টা হ্যান্ডেল থেকেই পাওয়া গেল বনের রাজার সঙ্গে তার রয়েল সাক্ষাৎকারের মুহূর্তের স্বাক্ষী করা ছবি! সিংহের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন তিনি।