ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুশকা শর্মা করোনা মোকাবেলায় আর্থিক সাহায্য করার কথা জানালেন। সোমবার দু’জনে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার আবেদনও করেছেন সবাইকে। কোহলি করোনার বিরুদ্ধে ক্রমাগত একের পর এক পোস্ট করে চলেছেন। বারবার দূরত্ব বজায় রেখে চলার আবেদন করেছেন। পোস্টের মাধ্যমে তারা আর্থিক সাহায্য করার কথাও জানিয়েছেন। তবে ঠিক কত টাকা তারা দু’জনে দিচ্ছেন, জানাননি তার অঙ্ক।
বিরাট বলেছেন, ‘আনুশকা ও আমি আর্থিক সাহায্য করছি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (মহারাষ্ট্র)। এত লোকের কষ্ট দেখে হৃদয় চুরমার হচ্ছে। আশা করছি, আমাদের এ সামান্য সাহায্য কোনও না কোনও ভাবে সহনাগরিকদের কষ্ট কমাতে সাহায্য করবে।’