ব্রেকিং নিউজ

সাহায্য মেলেনি, রেলশহরে মমতা

তিন কেন্দ্রের উপনির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। যে খড়গপুরে আগে কখনও তৃণমূল কংগ্রেস জয় পায়নি, সেখানেই এবার উপনির্বাচনে ঘাসফুল ফুটেছে। খড়গপুরবাসীকে ধন্যবাদ জানাতে তাই রেলশহরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৯ ডিসেম্বর খড়গপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, নিজে এই তিন কেন্দ্র গিয়ে জয়ী প্রার্থী এবং ওই কেন্দ্রের সকল মানুষকে ধন্যবাদ জানাবেন। এবার কথা রাখতে চলেছেন তিনি। যা নিয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।
এদিকে এই সফরের আগে ফের বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আশ্বাস মিলেছিল তবে এখনও কোনও সাহায্য আসেনি। ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে বিধানসভায় আলোচনার সময় জানালেন মুখ্যমন্ত্রী। বুলবুলের দাপটে রাজ্যের মোট ২৩ হাজার ৮১১.৬০ কোটির ক্ষতি হয়েছে। বুলবুল নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে আশ্বাস মিললেও বাস্তবে রাজ্যের হাতে যে ক্ষতিপূরণের কোনও অর্থই আসেনি। যদিও এখনই আশা ছাড়ছেন না বলে বিধানসভাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগামী ৯ তারিখ বিজেপি’‌র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক সময়ের কেন্দ্র খড়গপুরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ফোন করেছিলেন বলে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় বুলবুলের জেরে ক্ষতির পরিমাণ নিয়ে প্রশ্নের উত্তরে আজ মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে ৬ লাখ কিট তৈরি হয়েছে। সেই কিটে স্টোভ, হাঁড়ি, কড়াই, ধুতি, শাড়ি, চাল ইত্যাদি থাকবে। রোজ রাজ্য সরকার ১০ হাজার কিট তৈরি করছে।
১০ এবং ১১ ডিসেম্বর দিঘায় রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগেই খড়গপুর যাবেন তিনি। রেলশহর হয়ে পা রাখবেন সৈকতশহরে। শুধু খড়গপুর নয় সূত্রের খবর, বাকি দুই বিধানসভা কেন্দ্র করিমপুর ও কালিয়াগঞ্জেও ধন্যবাদ জানাতে যাবেন তৃণমূল নেত্রী।
এছাড়াও আরও বেশি বন্যা ত্রাণ কেন্দ্র তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া ৫ লাখ বাড়ি বাংলা আবাস যোজনা অনুযায়ী তৈরির পরিকল্পনা রয়েছেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, এখনও পর্যন্ত ₹১২০০ কোটি র অনুমতি দেওয়া হয়েছে।