ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব তুরস্ক। শনিবার ভোরে ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহত শতাধিক। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল তুরস্কের পূর্বে অবস্থিত এলাজিগ প্রদেশের একটি ছোট শহর সিভরাইস। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ৩০ জন।
সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, খুবই ভয়াবহ ভূমিকম্প। সব আসবাবপত্র মানুষের ঘাড়ের উপর পড়ে যায়। প্রাণ হাতে করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে।’ এই ভূমিকম্প অনুভূত হয়েছে ইরাক ও সিরিয়ার সীমান্তের কাছে পূর্ব ইরাকের বেশ কিছু অংশে। প্রায় ৩০ সেকেন্ড ধরে ভূমিকম্প হয় বলে খবর।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িইপ এরদোগান জানান, ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত সব মানুষ ও মৃতদের পরিবারকে যথাসম্ভব সাহায্য করা হবে। মানুষের পাশেই রয়েছে দেশের সরকার। তুরস্ক সরকারের ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে সিভরাইস। শহরের জনসংখ্যা ৪ হাজারের আশেপাশে। হাজার হ্রদের কিনারায় অবস্থিত এলাজিগের দক্ষিণে অবস্থিত সিভরাইস।