কোনও দেশে ব্যবসা-বাণিজ্যের নিয়ম-কানুন ও তার বাস্তবায়ন কতটুকু সহজ বা কঠিন, তার ওপর বিশ্বব্যাংকের তৈরি সূচকে এবার আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশটির গণমাধ্যমসূত্রে জানা গিয়েছে- বৃহস্পতিবার বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ‘ইজ অব ডুয়িং বিজনেস-২০২০’ রিপোর্ট প্রকাশ করেছে। এতে ১৯০টি দেশের মধ্যে বংলাদেশের অবস্থান ১৬৮তম। গতবার এই সূচকে বাংলাদেশ ছিল ১৭৬তম। গত বছরের অক্টোবরে প্রকাশিত ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদনে এ সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৪১ দশমিক ৯৭। এর আগের বছরের চেয়ে মাত্র এক ধাপ এগিয়ে ১৭৬ নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। মোটা দাগে মোট ১০টি ভিত্তির ওপরে বিশ্বব্যাংক ডুয়িং বিজনেসের ধাপ নির্ধারণ করে। এগুলো হলো ব্যবসা শুরুর অনুমোদন, ভবন নির্মাণের অনুমতি, বিদ্যুৎসংযোগ, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা, কর প্রদান, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া।
সম্পর্কিত খবর
ভারত–ঢাকা বৈঠক সেপ্টেম্বর মাসেই
Posted on Author নিজস্ব সংবাদদাতা
তিস্তা নিয়ে চিন নাক গলাতেই তৎপর হয়ে উঠল ভারত। বাংলাদেশ ও ভারতের বিদেশমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ জয়েন্ট কনসালটেটিভ বৈঠক সেপ্টেম্বর মাসেই করতে চায় ঢাকা।
পাকিস্তানকে সাফ করে দিল বাংলাদেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ভারতের পর এবার পাকিস্তানের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ করে দেখালো বাংলাদেশ।
সৌদির চাপে বাংলাদেশ ও রোহিঙ্গারা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সৌদি আরবে ৫৪ হাজার রোহিঙ্গা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তাঁদের বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি আরব।