গান ও ভিডিওতে আবেদনময়ী উপস্থাপনার মাধ্যমে অনেক আগেই কোটি শ্রোতা-দর্শকদের মন জয় করেছেন জেনিফার লোপেজ। এর বাইরেও মাঝেমধ্যে তিনি বিভিন্ন কাণ্ড ঘটিয়েও খবরের শিরোনাম হয়েছেন। এ পপ তারকার বয়স এখন ৫০। কিন্তু তার আবেদন যেন বাড়ছেই দিন দিন। শরীর ফিট রাখতে দিনে কমপক্ষে তিন ঘণ্টা সময় তিনি জিমে কাটান। সম্প্রতি লোপেজ নিজের জিমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে নিজের অ্যাবসের সৌন্দর্য প্রদর্শন করছেন তিনি! কিন্তু এ ছবি প্রকাশের পর গায়িকা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন। প্রশংসার পাশাপাশি তিনি অনেক সমালোচনার মুখেও পড়েছেন। সেই সমালোচনার জবাবও দিয়েছেন লোপেজ । তিনি বলেন, আমি আমার শরীর সম্পর্কে অনেক সচেতন। সেটা নতুন করে বলার কিছু নেই। সেই শুরু থেকেই আমি শরীর ঠিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। এখন আরো বেশি সময় জিমে কাটাই আমি। কারণ আমার কাছে শরীর ফিট রাখা সবচাইতে বড় বিষয়। আর সে কারণে অন্যদের উৎসাহিত করার জন্যই আসলে আমার অ্যাবসের ছবি দিয়েছিলাম। এটা নিয়ে যে সমালোচনাও হতে পারে তা আমার জানা ছিল না। যদিও এসবকে আমি পাত্তা দেই না। সত্যি বলতে শরীর দেখাতে পছন্দ করি আমি। আমি মনে করি আমাকে দেখে অনেকেই শরীর ফিট রাখতে উৎসাহিত হবেন। আর সেটাই হবে আমার সার্থকতা।
সম্পর্কিত খবর
নির্মলার সমালোচনায় আড়াআড়িভাবে বিভক্ত শাসক–শ্রমিক সংগঠন
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এবার সঙ্ঘের শ্রমিক সংগঠনের সমালোচনার মুখে পড়লেন নির্মলা সীতারমন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজের সিদ্ধান্তে চরম বিরোধিতা করল ভারতীয় মজদুর সঙ্ঘ। তাদের মতে, ৮টি ক্ষেত্রে বেসরকারিকরণ করা হয়েছে। তার ফলে ব্যাপক ছাঁটাই হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীকে তুলোধনা করল বিরোধীরা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
রবিবার রাত ৯টার সময় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বালাতে দেশবাসীকে করা প্রধানমন্ত্রীর আবেদনে সমালোচনার ঝড় তুলল বিরোধীরা।
মহার্ঘভাতা নিয়ে সমালোচনায় মনমোহন
Posted on Author নিজস্ব সংবাদদাতা
কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘভাতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই নীতির তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।