ব্রেকিং নিউজ

সন্ধ্যায় রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। নতুন পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ বিকেলের পর ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের পর থেকে মেঘলা আকাশ।
শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার তা বেড়ে ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই। পশ্চিমী নিম্নচাপের জেরে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি–সহ উত্তর–পশ্চিমের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে। আজকেই ভারী ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবারেও।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকছে। তার প্রভাবে রাজস্থানের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই দুয়ের প্রভাবে কাশ্মীর, লাদাখ, হিমাচলে নতুন করে তুষারপাত হতে পারে। বৃষ্টি হবে উত্তর ভারতের সমতলে। নিম্নচাপ আরব সাগর থেকে জলীয় বাষ্পের জোগান পেলে তা শক্তিশালী চেহারাতেই পুর্বের পথে এগোবে। পশ্চিমী নিম্নচাপের জেরে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি–সহ উত্তর–পশ্চিমের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে।