সন্দেশখালিকাণ্ডে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তারই মধ্যে এবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালিতে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে ছিলেন এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতীম সরকার ও বসিরহাট পুলিশ জেলার এসপি।
সূত্রের খবর, বুধবার সন্দেশখালির নিরাপত্তা খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় বৈঠক করেন ডিজি। এদিন দুপুরে ধামাখালি থেকে লঞ্চে করে সন্দেশখালিতে পৌঁছন ডিজি-সহ পদস্থ পুলিশ কর্তারা। গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফেরাতেও উদ্যোগে নেন তিনি।
কয়েকদিন ধরে অগ্নিগর্ভ সন্দেশখালি। তবে বুধবার সকাল থেকে নতুন করে কোনও অশান্তির খবর নেই। এর আগে ভবানী ভবন থেকে সন্দেশখালি নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন রাজীব কুমার। ওইদিনই সাংবাদিক বৈঠকের পরে গ্রেফতার হয়েছিলেন শিবু হাজরা। তবে তৃণমূলের সন্দেশখালি-২ ব্লকের সভাপতি শাহজাহান শেখ এখনও ‘বেপাত্তা’।