আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল ষষ্ঠী–সপ্তমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর তা মাত্রা ছাড়িয়ে নাগাড়ের আকার নেবে অষ্টমী–নবমীতে। কিন্তু দেখা গেল চতুর্থীতে রোদ ঝলমলে থাকলেও পঞ্চমীর ভোর থেকেই বৃষ্টিতে ভিজল কলকাতা–সহ দক্ষিণবঙ্গে। আর বৃহস্পতিবার কাকভোর থেকেই শুরু হয় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি। কিছু কিছু জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ষষ্ঠী–সপ্তমীতে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ফলে এবার পুজোয় দুর্যোগ কিন্তু থাকছেই।
ষষ্ঠীতে দেবীর বোধনের দিন থেকেই বিক্ষিপ্তভাবে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দশমী থেকে পরিস্থিতি বদলাতে পারে এমন পূর্বাভাসও রয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পক্ষ থেকে। নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দশমীতেও বৃষ্টি হবে, তবে তা থেমেও যাবে। পুজোর দিনগুলিতে বৃষ্টির পরিমাণ কতটা বাড়বে তা নিয়ে আশঙ্কায় রয়েছে সবাই।
