দেশজুড়ে আগামী ২১দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই বন্ধ হয়ে গিয়েছে গণপরিবহন ব্যবস্থাও। তার ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বাংলার বহু মানুষ। তাঁরা খাবার, থাকার জায়গা পাচ্ছেন না। বারবার রাজ্য সরকারকে ফোন করছে উদ্ধারের আর্তি জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আটকে থাকা সমস্ত বাংলার শ্রমিকরা যাতে খাদ্য–বাসস্থান পায় তা নিশ্চিত করতে এবার ১৮টি রাজ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ ১৮জন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার মধ্যে আছে ওডিশা, তামিলনাড়ু, তেলঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরলের মতো রাজ্য, এবং দিল্লির মতো কেন্দ্রশাসিতঅঞ্চল। ভিডিও–তে আটকে পড়া শ্রমিকরা জানান, এখানে আমরা ৮–৯ জন রয়েছি। গোটা দেশ এভাবে লকডাউন হয়ে যাবে তা আমরা ভাবতে পারিনি। আমাদের কাছে যা টাকাকড়ি ছিল সব শেষ। আমরা না খেয়ে রয়েছি। একবারের জন্য কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা।
বাংলার ওই সব অসহায় মানুষদের যেন ওই সব রাজ্যের স্থানীয় প্রশাসন থেকে চিহ্নিত করে তাঁদের খাবার, জল, ওষুধপত্র, আশ্রয়, এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। বাংলার তরফেও ভিন রাজ্যের মানুষদের চিহ্নিত করে সাহায্য করা হচ্ছে বলে চিঠিতে ১৮জন মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন মমতা।