লিড নিউজ

শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, কেজরির ঝাড়ুতে সাফ গেরুয়া ম্যাজিক

সন্ত্রাসবাদীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তকমা তাঁদেরই দেওয়া। ফলে ঢিল ছুঁড়লে পাটকেলটি খেতে হবে এটাই দস্তুর। খেলেনও তাই। নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছিলেন তাঁরা। কিন্তু দিল্লিবাসী ফের মসনদে ভোটে জিতিয়ে বসিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন অরবিন্দই তাঁদের ঘরের ছেলে। আর অরবিন্দ কেজরিওয়াল যেভাবে ঝাড়ু দিয়ে দিল্লি সাফ করলেন তাতে সবাই বলছেন, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর।
তবে এখানে দুটি বিষয় দেখা যাচ্ছে। এক, ২০১৫ সালে অরবিন্দ কেজরিওয়ালের দল ৭০টি আসনের মধ্যে পেয়েছিল ৬৭টি আসন। সেখানে ৫টি আসন পেয়ে কমে গিয়ে এবার হয়েছে ৬২টি আসন। আর বিজেপি’‌র আগে ছিল ৩টি আসন। যা বেড়ে হল ৮টি। এখানে যাদু সংখ্যা ৩৬। যা অনায়াসে করায়ত্ত করলেন কেজরিওয়াল। সকাল থেকে অবশ্য ট্রেন্ড তাই বলছিল। সমীক্ষা তাঁর দলকেই দিল্লির কুর্সিতে বসিয়েছিল। তারপরও একটা বিষয় নিয়ে রাজধানীর অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। তা হল—কংগ্রেসের ভোটব্যাঙ্ক ট্রান্সফার হয়েছে আপ–এ। কারণ এখানে খাতা খুলতে পারেনি কংগ্রেস। আর তাতে তেমন কোনও হেলদোলও দেখা যাচ্ছে না।
কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন, ‘‌আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির বিধানসভা ভোটে জয়ের শুভেচ্ছা। আশা করি আপনারা দিল্লিবাসীর স্বপ্নপূরণ করতে পারবেন।’‌ এখন এটা লেখা ছাড়া কিছু করারো ছিল না। রাজনীতির ময়দানে আক্রমণ প্রতি আক্রমণ হয়েই থাকে। তবে ঔদ্ধত্য–দাম্ভিকতা মানুষ মেনে নেয় না। এবারও তা মেনে নেয়নি। তবে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে কেজরিওয়াল টুইট করে লিখেছেন, ‘‌ধন্যবাদ স্যার। রাজধানীকে আন্তর্জাতিক শহর করতে কেন্দ্রের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।’‌
উল্লেখ্য, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ৫২টি আসন জিতে গিয়েছে আম আদমি পার্টি। ১০ আসনে এগিয়ে তারা। ৬টি আসন জিতেছে বিজেপি। ২টি আসনে এগিয়ে গিয়েছে তারা। দিল্লিতে হ্যাট্রিকের পথ প্রশস্ত হতেই অভিনন্দনের বন্যায় ভাসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এখানে মহিলা, সংখ্যালঘু এবং আপামর সাধারম মানুষের ভোটে জয়লাভ করেছেন কেজরিওয়াল। কারণ দিল্লির বুকে দাঁড়িয়ে যে কাজ তিনি করেছেন এদিন তারই ফসল ঘরে তুললেন। বুঝিয়ে দিলেন কেউ লার্জার দ্যান লাইফ নন। কাজই শেষ কথা বলে।