বিনোদন

শাহিদের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

শাহিদ কাপুর ও সোনাক্ষী সিনহা অভিনীত ব্লকবাটস্টার ‘আর রাজকুমার’ ছবিটি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। গুঞ্জন ছিল, বিখ্যাত ড্যান্স কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা প্রভু দেবার এই সিনেমার শ্যুটিংয়ের সময়ই নাকি শাহিদ ও সোনাক্ষী সম্পর্কে জড়িয়ে পড়েন। ৭ বছর চুপ থাকার পর সম্প্রতি সোনাক্ষী সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে নায়িকা জানান, আর রাজকুমারের শ্যুটিংয়ের সময় থেকেই তিনি ও শাহিদ একে অপরের ভালো বন্ধু। কিন্তু বলিউডপাড়ায় তাদের প্রেমের জোর গুঞ্জন শুরু হয়। অনেকেই বলতে শুরু করেন, শাহিদ আর সোনাক্ষী ডেট করছেন। এটা শুনে তারা হেসে ফেলেন। সোনাক্ষীর কথায়, ‘মানুষের কাছে যখন কথা বলা বা আলোচনার কোনো বিষয় থাকে না, তখনই এই ধরনের গুঞ্জন ছড়ানো হয়।’

‘আর রাজকুমার’ ছবিটি মুক্তি পাওয়ার ৭ বছর পরও তারা একে অপরের খুব ভালো বন্ধু। কোনো ধরনের গুজব নিয়ে তারা কোনো দিন মাথা ঘামাননি বলেও স্পষ্ট জানিয়ে দেন সোনাক্ষী সিনহা।