লিড নিউজ

শাহরুখকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ

উত্তরপূর্ব দিল্লিতে হিংসার সময় মৌজপুরে পুলিশের উপর গুলি ছোঁড়ে যুবক শাহরুখ। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশের শামলী থেকে তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শাহরুখকে গাড়িতে দিল্লি আনছে পুলিশ। তাকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানাবে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, দিল্লি হিংসার শুরুতেই মৌজপুর চকের কাছে প্রকাশ্যে গুলি চালিয়েছিল শাহরুখ। দেশের সব সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল সেই ছবি। জনতার দিকে একের পর এক গুলি চালানো থেকে পুলিশের সামনে পিস্তল তাক করে সে। দীপক দাহিয়া নামে এক পুলিশ কনস্টেবল তার সাক্ষী। মৌজপুরে হিংসার সময় নিরস্ত্র পুলিশকর্মী দীপক দাহিয়ার সামনে লাল টি–শার্ট, গাঢ় নীল রঙের জিন্স পরিহিত, হাতে উদ্যত আগ্নেয়াস্ত্র, শাহরুখের ছবি দেখেছিল সারা দেশ। শাহরুখের সঙ্গে আরও জনা ছয়েক মারমুখী যুবককে অফিসারের সামনে তেড়ে আসতে দেখা যায়।
ভিডিওতে দেখা গিয়েছিল,পুলিশ অফিসার দীপক উদ্যত বন্দুকের সামনেও নির্ভীকভাবে দাঁড়িয়ে আছেন। শাহরুখকে শূন্যে গুলি ছুঁড়তেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখে পরদিন শাহরুখকে শনাক্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ৩৩ বছরের শাহরুখ সীলামপুরের বাসিন্দা। পুলিশের খাতায় তার কোনও অপরাধী রেকর্ড নেই। তবে তার বাবা মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত।
২৪ ফেব্রুয়ারি ঘটনার পর থেকে ঘরে থাকে পরিবার সহ উধাও শাহরুখ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু দাহ্য পদার্থ উদ্ধার হয়েছে। তার ফোন ট্যাপ করে দেখা যায় দিল্লি থেকে সে পানিপথে চলে গিয়েছে। এরপর উত্তরপ্রদেশের কাইরানা, আমরোহা, বেরিলি–সহ একাধিক জায়গায় ঘর বদল করে থাকতে শুরু করে। তবে শেষরক্ষা হয়নি।