বিশেষ আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে পারছেন না বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে তিনি ওই আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না। যদিও নিজে উপস্থিত থাকতে না পারলেও একজন প্রতিনিধি পাঠাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুম্বইয়ের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে।
এদিকে শপথের আগে বুধবার দপ্তর বণ্টন নিয়ে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেন কংগ্রেসের শীর্ষ নেতা আহমেদ প্যাটেল এবং মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, উদ্ধবের মন্ত্রিসভায় উপ–মুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার ও কংগ্রেসের বালাসাহেব থোরাট। শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়া ও রাহুল গান্ধীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে দিল্লিতে গিয়েছিলেন আদিত্য ঠাকরে।
অন্যদিকে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা প্রফুল্ল পটেল রাতে জানান, শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি’র বৈঠকে ঠিক হয়েছে একজনই উপমুখ্যমন্ত্রী থাকবেন। এনসিপি থেকেই উপমুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। কংগ্রেস পাবে স্পিকারের পদ। কত জন মন্ত্রী শপথ নেবেন, বুধবার রাতের বৈঠকেই তা চূড়ান্ত হবে। উল্লেখ্য, মহারাষ্ট্রে বিজেপি’র সঙ্গে জোট করে শিবসেনা পেয়েছে ৫৬টি আসন। এনসিপি ও কংগ্রেসের আসন সংখ্যা যথাক্রমে ৫৪ ও ৪৪। ১০৫টি আসন নিয়ে বৃহত্তম দল হয়েছে বিজেপি। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গঠনের জাদু সংখ্যা ১৪৫। কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা জোট করে আসন দাঁড়াবে ১৫৪টি।
