আন্তর্জাতিক

শতাব্দী প্রাচীন ভ্রমণ সংস্থা বন্ধ!‌

অর্থনৈতিক সংকট এড়ানো গেল না। তাই শেষ রক্ষা হল না। নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিল ব্রিটিশ ট্রাভেল সংস্থা থমাস কুক। নিজেদের দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে তারা। তার জেরে ৬ লাখ পর্যটক এখন বিদেশে, বেকার হয়ে পড়লেন ২২ হাজার কর্মী। আর বন্ধ হয়ে গেল ১৭৮ বছরের পুরনো ব্রিটিশ ভ্রমণ সংস্থা। তাঁরা এখন কী করবেন বুঝতে পারছেন না। আগেই নিজেদের বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল থমাস কুক। এবার গোটা সংস্থাটা বন্ধ করে দেওয়া হল।
ভ্রমণ সংস্থার প্রধান পিটার প্রাঙ্কহুসার জানান, ‘কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে। দেনা মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা যায়নি। এত বছর ধরে যেসব পর্যটক, কর্মী আমাদের পাশে ছিলেন তাদের ধন্যবাদ। কোম্পানির বোর্ড সংস্থাকে টেনে তুলতে পারেনি এটা আমাদের ব্যর্থতা।’ এই সংস্থা উঠে যাওয়া মানে বিশ্ব পর্যটনের দেড় শতকের ঐতিহ্যে আঘাত। ১৮৪১ সালে পথ চলা শুরু। ব্রিটেনের বিভিন্ন শহর ট্রেনে করে ঘুরিয়ে দেখানো দিয়ে শুরু হয়েছিল থমাস কুকের পথ চলা।
উল্লেখ্য, বছরে ১ কোটি ৯০ লাখ পর্যটককে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে যেত থমাস কুক। ছিল নিজস্ব বিমান, হোটেল, রিসর্ট। ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির ঘাড়ে ছিল ২১ লাখ কোটি ডলার দেনা। সেই টাকা শেষপর্যন্ত জোগাড় করতে ব্যর্থ হয় সংস্থা।