বিনোদন

লতার শারীরিক অবস্থার উন্নতি

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। হাসপাতালে কথাও বলেছেন তিনি। মহারাষ্ট্রের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গত শুক্রবার লতা মঙ্গেশকরের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঠাকরে লতার সঙ্গে দেখা করতে যান। এ সময় তার সঙ্গে কথাও বলেছেন লতা।