জেলা লিড নিউজ

লকডাউন হাবরা-অশোকনগরে

ক্রমাগত দাপট দেখাচ্ছে করোনা সংক্রমিতের সংখ্যা। টিকাকরণকে হাতিয়ার করে মনে করা হয়েছিল হয়তো বা রেহাই মিলতে পারে এই মারণ ভাইরাস থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রথম এবং দ্বিতীয় ঢেউ এর থেকেও কি ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে করোনার তৃতীয় ঢেউ?

ইতিমধ্যেই করোনা বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। রাজ্যে সংক্রমনের নিরীখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। বারাসাত, মধ্যমগ্রাম এর পর এবার লকডাউন জারি করা হল হাবরা এবং অশোকনগর পুরসভাতেও। হাবরায় ২৪ ঘণ্টার এই লকডাউন কার্যকর হবে আগামী শুক্রবার। ফলে শুক্রবার ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবে বন্ধ থাকবে হাবরা পুরসভা এলাকার সমস্ত দোকানপাট। জানা গিয়েছে, শনিবার হাবরা সুতি বস্ত্রের হাটও বন্ধ রাখা হবে। মঙ্গলবারে ঘোষণা করেছে হাবরা পুর প্রশাসন।

করোনা সংক্রমণ রুখতে অশোকনগরে আগামী শুক্র এবং শনিবার‌– সপ্তাহের এই দুদিন সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হ‌য়েছে। ইতিমধ্যেই অশোকনগর এলাকায় প্রায় ৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। ফলে এলাকায় একটি কনটেইনমেন্ট জোনও করা হয়েছে। মঙ্গলবার অশোকনগর–কল্যাণগড় পুরসভা এলাকার বাজার কমিটি এবং পুলিশ প্রশাসনকে নিয়ে জরুরি বৈঠক এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অশোকনগর–কল্যাণগড় পুরসভার প্রশাসক উৎপল তালুকদার, সহ পুর প্রশাসক অতীস সরকার, অশোকনগর থানার আধিকারিকেরা এবং অশোকনগরের বিভিন্ন বাজার সমিতির সদস্যরা।