বিনোদন

রেকর্ড গড়েছে ‘ফ্রোজেন টু’

২২ নভেম্বর মুক্তি পেয়েছে ‘ফ্রোজেন টু’। ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে সারা বিশ্বে ৩৫০.২ মিলিয়ন ডলার আয় করেছে। ‘ফ্রোজেন’ ছবির রেকর্ডকেও ছাড়িয়ে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়ের অ্যানিমেশন সিনেমা হিসেবে ইতিহাস গড়েছে ছবিটি।

মাত্র তিন দিনে আমেরিকাতে ছবিটি আয় করেছে ১২৫ মিলিয়ন ডলার। অথচ ডিজনি ধারণা করেছিল, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস মিলিয়ে ১২০ মিলিয়ন ডলার আয় হবে। ২০১৩ সালের অস্কারজয়ী ‘ফ্রোজেন’ সিনেমার সিকুয়েল ‘ফ্রোজেন টু।’ আগের ছবির মত এ ছবিও যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জনাথন গ্রথ ও জোশ গ্যাড। ছবিটির ট্রেলার গত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। ট্রেলার দিয়েই রেকর্ড গড়ে ফেলে ছবিটি। মাত্র ২৪ ঘণ্টায় ট্রেলারটি দেখা হয় ১১৬.৪ মিলিয়ন বার। এক দিনে কোনো অ্যানিমেশন ছবির ট্রেলার দেখার এটিই সর্বোচ্চ রেকর্ড।