রাতে রায়গঞ্জে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক ওষুধ ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার বেশি রাতে রায়গঞ্জের নাগরাব্রিজ সংলগ্ন শীতগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। রায়গঞ্জের বাসিন্দা ৪২ বছরের সুশান্ত সরকারের ওষুধের দোকান রয়েছে হেমতাবাদে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগেও রায়গঞ্জে শুটআউটের ঘটনা ঘটেছে। বারবার এই এলাকায় আক্রমণ নেমে আসায় এলাকাবাসী এখন আতঙ্কে ভুগছেন বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, এলাকার বিভিন্ন ছোট ছোট দোকানগুলিতে তিনি ওষুধ সরবরাহ করতেন। বুধবার সেই ওষুধের টাকা তুলতে তিনি করণদিঘি গিয়েছিলেন। বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে ফিরতে রাত হয়ে যায়। রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন তাঁর কাছে ছিল প্রায় ৬ লক্ষ টাকা। তখনই পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুশান্ত। স্থানীয়রা তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে গুলি বের করা সম্ভব হয়নি বলে সুশান্তকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিত্সা চলছে ওষুধ বিক্রেতার। ব্যবসায়ীর কাছে যে টাকা ছিল, তা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ছিনতাই করার উদ্দেশ্যেই গুলি চালানো হয়েছে বলে অনুমান।