আন্তর্জাতিক

রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতা প্রস্তাব খারিজ নয়াদিল্লির

কাশ্মীরে রাষ্ট্রপুঞ্জে মহাসচিবকেও মধ্যস্থতা করতে দিতে রাজি নয় ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের মধ্যস্থতার প্রস্তাব খারিজ করল নয়াদিল্লি। উল্টে দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখে দিয়েছে তা খালি করার ব্যবস্থা করুর রাষ্ট্রপুঞ্জ। ফলে ফের সংঘাতের অস্তিত্ব রয়েই গেল।
চারদিনব্যাপী পাকিস্তান সফরে এসে অ্যান্টোনিও গুতেরেজ বলেন, জম্মু–কাশ্মীরের পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখার গণ্ডগোল নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তাঁর কথায়, ‘‌আমি সমস্যা মেটানোর প্রস্তাব দিয়েছি। আলোচনাই আঞ্চলিক লড়াই মেটানোর একমাত্র সমাধান। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের উচিত নিজেদের মধ্যে সামরিক এবং বাক্‌যুদ্ধ বন্ধ করে পূর্ণমাত্রায় সংযম দেখানো।’‌ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে আলোচনাও করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, কাশ্মীর নিয়ে ভারতের নীতির কোনও বদল হয়নি। এই নিয়ে আগেও ভারত যা বলেছিল তা আজও একই রয়েছে। ভবিষ্যতেও থাকবে। বরং পাকিস্তান কাশ্মীরের যে অংশটা দখল করে রেখেছে সেটা নিয়েই আলোচনা হওয়া প্রয়োজন। কাশ্মীর নিয়ে কোনও সমস্যা হলে তা দ্বিপাক্ষিক স্তরে মিটিয়ে নেওয়া হবে। তৃতীয় কোনও পক্ষের জায়গা এখানে নেই।