ব্রেকিং নিউজ

রাতভোর লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি

ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। মুহূর্মুহূ গুলির শব্দে কেঁপে উঠল অনন্তনাগ। জম্মু–কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হল দুই সন্ত্রাসবাদীর। শুক্রবার রাতে এই এনকাউন্টার হয় বলে খবর। তবে তা ভোর পর্যন্ত চলে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হননি। গত দু’‌দিন আগেই পুলওয়ামায় নিকেশ করা হয়েছিল জৈশের এক কমান্ডারকে। তারপরও জঙ্গিরা চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যাচ্ছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকার সংগামে কয়েকজন সন্ত্রাসবাদীর আত্মগোপন করে থাকার খবর মেলে। গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পেয়ে চারদিক ঘিরে ফেলে। আত্মসমর্পণ করতে বলা হয় জঙ্গিদের। তা না শুনে সন্ত্রাসবাদীরা গুলি চালালে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানও। জওয়ানদের গুলিতে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে বলে খবর।
এদিকে মৃত দুই সন্ত্রাসবাদী লস্কর–ই–তৈবার সদস্য বলে খবর। তাদের কাছ থেকে একটি একে–৪৭ সহ আরও একটি পিস্তল ও বেশ কিছু কার্তুজ পাওয়া গিয়েছে। আরও কেউ লুকিয়ে আছে কিনা, তা জানতে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। তবে জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।