দেশ

রাজ্যসভায় প্রিয়াঙ্কা, জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনের আগে তাঁর সরাসরি রাজনীতিতে প্রবেশ। তারপর একের পর এক‌ আন্দোলনে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। দলের ফল খারাপ হয়েছে। কিন্তু তিনিএগিয়েছেন। দিল্লিতেও ব্যাপক বিপর্যয় হল। কিন্তু এখন কংগ্রেসকে ঘুরিয়ে দাঁড়াতে গেলে তিনিই ভরসা৷ হ্যাঁ, তিনি কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাই তাঁকেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে বলে জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, কংগ্রেসে খুব শীঘ্রই সাংগঠনিক রদবদল হবে৷ কারণ সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা ভাল নয়৷ কংগ্রেস নেতৃত্ব চাইছে প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভায় পাঠানো হোক৷ তিনিই সংগঠনও দেখবেন। অম্বিকা সোনি, গুলাম নবি আজাদ এবং দিগ্বিজয় সিংয়ের রাজ্যসভায় মেয়াদ শেষ হতে চলেছে৷ কংগ্রেসের কোটায় রয়েছে ছত্তিশগড়, রাজস্থান এবং ঝাড়খণ্ড৷ প্রিয়াঙ্কা গান্ধীকে রাজ্যসভায় পাঠানো নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ ছত্তিশগড়ের কংগ্রেস নেতারা চাইছেন প্রিয়াঙ্কা তাঁদের রাজ্য থেকে রাজ্যসভায় যান৷
উল্লেখ্য, প্রিয়াঙ্কা বর্তমানে দলের উত্তরপ্রদেশের সংগঠনের দায়িত্বে৷ ফলে প্রিয়াঙ্কা রাজ্যসভায় চলে গেলে উত্তরপ্রদেশে সংগঠন দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে৷ কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে গুলাম নবি আজাদ ফের রাজ্যসভায় যাচ্ছেন তা প্রায় নিশ্চিত৷ কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, করুণা শুক্লা, রণদীপ সিং সুরজেওয়ালা ও ভূপিন্দর সিং হুডারা রাজ্যসভায় স্থান পাবে কি না তা স্পষ্ট নয়৷