রাজ্য

রাজীবের তল্লাশিতে সিবিআই গোয়েন্দারা

রাজীব কুমারের খোঁজে চিরুনী তল্লাশি শুরু করল সিবিআই। প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে বৃহস্পতিবার আলিপুরে আইপিএস কোয়ার্টারে তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা। একজন পুলিশ সুপারের নেতৃত্বে সিবিআইয়ের একটি টিম আলিপুর আইপিএস কোয়ার্টারে পৌঁছয়। এই দলটি রাজীব কুমারকে খুঁজছে বলে সূত্রের খবর।
একই সঙ্গে নতুন করে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ফের চিঠি দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাসভবনে গিয়ে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার দ্বিতীয় নোটিস ধরানো হয়েছে। এমনকী আইপিএস কোয়ার্টারের পর কসবার একটি হোটেলেও যান সিবিআই অফিসাররা। রাজীব কুমারের খোঁজে হোটেলে তল্লাশি চালান গোয়েন্দারা। হোটেলের কিচেনে ঢুকেও তল্লাশি চালানো হয়। যদিও এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ম্যানেজার মুখ খুলতে চাননি।
সিবিআই সূত্রে খবর, ডিজিকে পাঠানো ওই চিঠিতে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে চেয়েছেন, এডিজি (সিআইডি) রাজীব কুমারের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে? কোন ফোন নম্বরে তাঁকে পাওয়া যাবে? এই নিয়ে তিনটি চিঠি পৌঁছল ডিজি’‌র কাছে। রাজীব কুমারকে গ্রেপ্তার করতে মরিয়া সিবিআই। সিবিআই পৌঁছে গিয়েছে কলকাতা বিমানবন্দরেও। তবে রাজীব কুমারের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি রয়েছে। রাজীব কুমার শহরে রয়েছে নাকি তিনি রাজ্যের বাইরে রয়েছেন —তা এখনও স্পষ্ট নয়। রাজ্যের পক্ষ থেকেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, তিনি ১৭ দিনের ছুটিতে রয়েছেন। নতুন করে যে চিঠি ডিজি’‌র কাছে পৌঁছেছে। নবান্ন থেকে কোনও বার্তা সিবিআইয়ের কাছে পৌঁছয়নি বলে খবর।