আন্তর্জাতিক

রাজবংশের নিরাপত্তার খরচে ‘‌না’‌ ট্রাম্পের

হ্যারি এবং মেঘান এখন লস অ্যাঞ্জেলেসে বসবাস শুরু করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রিটেনের রাজকুমার হ্যারি এবং তাঁর স্ত্রী মেঘানের নিরাপত্তা সংক্রান্ত কোনও খরচ মার্কিন সরকার বহন করবে না। তাঁদের নিজেদেরই নিজেদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং সেজন্য খরচ করতে হবে। ট্যুইট করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘ওঁরা এবার কানাডা ছেড়ে আমেরিকায় চলে এসেছেন। কিন্তু মার্কিন সরকার ওঁদের নিরাপত্তার জন্য কোনও খরচ করবে না। নিজেদের নিরাপত্তার খরচ নিজেদেরকেই বহন করতে হবে।’
সোশ্যাল মিডিয়ায় এরপরই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, তাহলে এখন রাজ দম্পতির নিরাপত্তার দায়িত্ব এবং খরচ কি আমেরিকা বহন করবে?‌ তারই জবাবে ট্রাম্প টুইটে লেখেন, ‘‌আমি রানি এবং ইউনাইডেড কিংডমের বড় অনুরাগী। হ্যারি এবং মেঘান যাঁরা কিংডম ছেড়ে দিয়েছেন তাঁরা স্থায়ীভাবে কানাডায় বসবাস করবেন। এবার তাঁরা আমেরিকার জন্য কানাডা ছেড়েছেন। যদিও আমেরিকা তাঁদের সুরক্ষার জন্য কোনও খরচ করবে না। তাঁদের নিজেদেরই তা করতে হবে।’‌
এই বিষয়ে ওয়াশিংটনের ব্রিটিশ দূতাবাসও কোনও মন্তব্য করেনি। লস অ্যাঞ্জেলেসে ফিরে আসার আগে ছেলে আর্চিকে নিয়ে হ্যারি ও মেঘান কানাডার ভ্যানকুভার দ্বীপুঞ্জে বাস করছিলেন। হ্যারি–মেঘানের মুখপাত্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ওয়াশিংটনের কাছ থেকে তাঁরা কোনও সাহায্য নেবেন না। তাঁদের ব্যক্তিগত তহবিল থেকেই তাঁরা খরচ চালাবেন।