রাখি সাওয়ান্ত সবসময়ই কিছু না কিছু করে লাইম লাইটে থাকতে চান। যিনি শরীরি ভঙ্গিতেই হিল্লোল তোলেন এবার তিনি তার সর্বশ্রেষ্ঠ অঙ্গটি দান করতে চাইলেন। কখনও বিয়ে, কখনও প্রেগন্যান্সি, কখনও আবার কমোডে বসে লাইভ- নিত্যনতুন চমক দেওয়ায় সিদ্ধহস্ত তিনি। সম্প্রতি রাখির একটি ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অঙ্গদানের পুরো প্রক্রিয়াটি দেখে ভীষণ খুশি তিনি। নিজের শরীরের বিশেষ অঙ্গ তিনি দান করতে চান। তা হল তার স্তন।
সুডৌল বক্ষযুগলের জন্যই অত্যধিক জনপ্রিয় রাখি। রাখির কথায়, ‘আমার শরীরের সব থেকে সুন্দর অঙ্গ ‘স্তন’। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’ কিছুদিন আগেও ভাইরাল হয়েছিল রাখির একটি ভিডিও। যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার বুকের সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছি। বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনো না কোনো অঙ্গ সার্জারি করিয়ে থাকেন। আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।’