বলিউডে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর তাদের ব্রেক হয়ে যায়। এরপর রণবীর কাপুর সম্পর্কে জড়িয়ে পড়েন আলিয়া ভাটের সঙ্গে। কেউ কেউ বলেন আলিয়ার কারণেই সম্পর্ক ভেঙেছে তাদের। এখন রণবীর-আলিয়ার প্রেম চলছে জমিয়ে। শিগগিরই রণবীর-আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন এমনটাই ধারণা করা হচ্ছে। আলিয়ার মা যখন মেয়ের বিয়ের কেনা কাটা নিয়ে ব্যস্ত তখন শোনা গেল নতুন খবর। আবারও নাকি এক সঙ্গে হচ্ছেন সেই জুটি রণবীর-ক্যাটরিনা। আলিয়ার কপাল কী তাহলে পুড়লো? আপাতত মেলেনি সেই আভাস। তবে রণবীর ও ক্যাটরিনার এক হওয়ার খবরটি সত্য। রণবীর ও ক্যাটরিনা আবার কাজ করতে চলেছেন একসঙ্গে। তবে কোনও সিনেমাতে নয়। একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসঙ্গে মডেল হবেন তারা।
সম্পর্কিত খবর
লকডাউন ভাঙলেন আলিয়া
Posted on Author নিজস্ব সংবাদদাতা
লকডাউন ঘোষণার পর থেকেই বাবা মহেশ ভাট ও মা সোনি রাজদানকে ছেড়ে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে থাকছেন আলিয়া ভাট
রণবীর ও আলিয়ার বিয়ের কার্ড ভাইরাল
Posted on Author নিজস্ব সংবাদদাতা
অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট বিয়ে করছেন বলে গুজব ছড়িয়েছে বেশ কয়েকবার