গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ। তার ফলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের জলঙ্গি। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। আগুন লাগানো হয় গোয়ালঘরে। বাধা দিতে গেলে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, মুর্শিদাবাদের জলঙ্গির পরাশপুরে বাসিন্দা মকবুল শেখের বাড়িতে ৬টি গরু ছিল। তার মধ্যে ২টো বিক্রি করে দেয় মকবুল। গোরু নিয়ে যাওয়ার সময় সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানরা তাঁদের পথ আটকায়। গরুর সংখ্যা নিয়ে মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এরপরই শুরু হয় হাতাহাতি। দুই মহিলা প্রতিবাদ করতে এলে তাঁদের বেধড়ক মারধর করে জওয়ান।
পুলিশ সূত্রে খবর, তখনই গ্রামবাসীরা ছুটে আসেন শুরু হয় হাতাহাতি। অভিযোগ, বিএসএফের জওয়ান গুলি চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় গোয়ালঘরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। পরে আয়ত্বে আসে পরিস্থিতি। এই ঘটনার জেরে থমথমে এলাকা।
