এবার খুনের আসামীর হাতে পণবন্দি শিশুরা। মিথ্যে জন্মদিনের পার্টিতে ডেকে ২০টি শিশুকে পণবন্দি করল খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তি। সুভাষ বথাম নামে ওই ব্যক্তির স্ত্রী ও মেয়েকেও পণবন্দি করে রাখা হয়েছে। ৫ ঘণ্টারও বেশি সময় ধরে সবাইকে পণবন্দি করে রেখেছে সুভাষ। আতঙ্কে চাপা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলায়। পণবন্দি শিশুদের মুক্ত করতে সুভাষের সঙ্গে সমঝোতা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনায় অভিযুক্ত সুভাষ। জামিনে ছাড়া পেয়েছে সে। মেয়ের জন্মদিনের পার্টিতে পাড়া পড়শিকে নিমন্ত্রণ করেন সুভাষ। ২০টি মতো শিশু বাড়িতে আসে। তারপরই সকলকে বন্দুক দেখিয়ে বাড়িতে বন্দি করে ফেলে সে। নিজের এক বছরের মেয়ে ও স্ত্রীকেও পণবন্দি করেছে। কয়েকজন পুরুষ অভিযুক্তের বাড়ি গিয়েছিলেন। তাঁদের দেখে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি।
স্থানীয় সূত্রে খবর, পুলিশ পৌঁছতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সুভাষ। ঘটনাস্থলে পৌঁছয় সন্ত্রাসদমন শাখা ও কানপুরের জোনাল ইন্সপেক্টর জেনারেল। বহু শিশু আটকে থাকায় সতর্ক পুলিশ। এই পরিস্থিতিতে বেজায় চাপে পড়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।