মস্তিষ্ক দেহ যন্ত্রের অন্যতম একটি অঙ্গ। বিভিন্ন বদঅভ্যাসের কারণে সেই মস্তিষ্ক দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসুন জেনে নিই সে বদঅভ্যাসগুলো :
- সকালের জলখাবার খেতে ভুলে যাওয়া/মিস করা
- অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া
- খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা
- রাতে দেরিতে ঘুমানো
- ক্যাপ বা মোজা পরে ঘুমানো
- সকালে বেশি পরিমাণে ঘুমানো
- ইচ্ছে করে প্রস্রাব আটকে রাখা/বন্ধ করে রাখা