চলতি আবহাওয়ায় অনেকেরই ঠাণ্ডা কাশি, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। হাঁচি, কাশি, বুকে চাপা ভাব, শ্বাস নিতে কষ্ট হওয়া হাঁপানির অন্যতম লক্ষণ। যাদের আগে থেকেই হাঁপানির সমস্যা রয়েছে তাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে খাবারের ব্যাপারেও হতে হবে সচেতন। যেসব খাবারে হাঁপানি বেড়ে যায় তা এড়িয়ে চলতে হবে। জেনে নিন হাঁপানির ক্ষেত্রে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন :
ডিম
ডিমে অ্যালার্জি হাঁপানি রোগীদের জন্য খুব সাধারণ ব্যাপার। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে। এই প্রোটিনই অ্যালার্জির উদ্রেগ করে হাঁপানির সমস্যা বাড়িয়ে তোলে।
দুধ
দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম। যা হাড় ও দাঁতকে শক্তিশালী করে তোলে। তবে এতে থাকা প্রোটিন হাঁপানির সমস্যাকে বহুগুণ বাড়িয়ে তোলে।
বাদাম
বাদাম খেলেও হাঁপানির সমস্যা অনেকটাই বেড়ে যায় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
গম
গমে থাকা গ্লুটেন নামক প্রোটিন হাঁপানিকে বাড়িয়ে তোলে। এর ফলে ঠিকভাবে শ্বাস নিতেও সমস্যা হয়। তাই হাঁপানির সমস্যা থাকলে গমের খাবার না খাওয়াই ভালো।