বিজ্ঞান-প্রযুক্তি

যাত্রা শুরু করেছে ‘সোলো’

ইউরোপিয়ান স্পেস এজেন্সির সূর্য প্রদক্ষিণকারী যান সোলার অরবিটার – সংক্ষেপে ‘সোলো’ তার যাত্রা শুরু করেছে। সম্প্রতি এই যান-বহনকারী রকেটটিকে উৎক্ষেপণ করা হয়েছে। এই সোলো সূর্যকে এমনভাবে দেখার সুযোগ করে দেবে যা এর আগে কখনো হয় নি। সূর্যের সবচেয়ে কাছের যে গ্রহ বুধ বা মার্কারি তার কক্ষপথের ভেতরে ঢুকবে এই সোলো। সেখান থেকে সে এমন সব তথ্য-উপাত্ত পাঠাবে যা দিয়ে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো সূর্যের মূল চালিকাশক্তি কী। পৃথিবীর নিকটতম তারার যে মেরু অঞ্চল তার ক্লোজ-আপ ছবিও পাঠাবে এই সোলো ।