বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং কাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র্যাব। বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে দেশটির রাজধানী ঢাকার মণিপুরীপাড়া এলাকার বাসা থেকে তাকে আটক করে র্যাব-২ এর একটি দল। জানা গেছে, অবৈধভাবে ক্যাসিনো চালানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান ভূঁইয়াকে আটক করা হয়েছে। র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের জানান, লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে কয়েক দিন আগে ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ কয়েকটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্যাসিনো বোর্ডসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
সম্পর্কিত খবর
দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে উদ্যোগ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
দু’টো গুরুত্বপূর্ণ কাজ সারলেন দোরাইস্বামী। তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নবনিযুক্ত হাই কমিশনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ–ভারত সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে তিনি কাজ করবেন।
মোদীর নামে মিথ্যে খবর, ব্যাখ্যা তলব বাংলাদেশের
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নরেন্দ্র মোদী সম্পর্কে ভিত্তিহীন খবর ছেপেছে বাংলাদেশের এক দৈনিক।
যুবলীগ নেতা সম্রাট কারাগারে
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।