বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানি শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার দুই মেয়েও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা দুজন কয়েকদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান।
গত ৬ এপ্রিল জোয়া ও শাজা মোরানির করোনা পরীক্ষা হয়। সেখানে তাদের দুজনেরই করোনা রেজাল্ট পজিটিভ আসে। তার দুদিন পর করিম মোরানিও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। বাবার কদিন আগেই বাড়ি ফিরেছেন মেয়েরা। দুবার করোনা নেগেটিভ আসায় বাড়ি ফিরলেন করিমও।
একসঙ্গে পরিবারের সবাই রয়েছেন, এমন একটি ছবি জোয়া তার ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘আমরা সবাই এখন করোনা নেগেটিভ। স্বাস্থ্য ও স্পিরিটে ভরপুর।’
কিছুদিনের মধ্যেই জোয়া বলিউডে পা রাখতে চলেছেন। ২০১১ সালে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা তাকে আলি ফাজলের বিপরীতে ‘কাভি কাভি’ ছবিতে লঞ্চ করেছিল। আর করিম মোরানি শাহরুখের ‘রা ওয়ান’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ছবিগুলো প্রয়োজনা করেছেন। অন্যদিকে করিম মোরানির বড় মেয়ে শাজা কিছুদিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন। সেখান থেকেই উপসর্গ এসেছিল বলে মনে করে মোরানি পরিবার। তবে সবার করোনা পজিটিভ আসায় বর্তমানে তারা স্বস্তিতে।