করোনাভাইরাস নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে বিশ্ববাসী এখন লড়ছে। এটি কখন কাকে ঘায়েল করে তা বলা মুশকিল। এদিকে সম্প্রতি ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম জানিয়েছে, ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস টিকে থাকতে পারে। যা সক্রিয় থাকতে পারে অন্তত চার দিন। এর থেকেই আপনার শরীরের মধ্যে জীবাণু ছড়িয়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস শুধু মানব শরীরে নয়, মোবাইলের স্ক্রিনের মতো কঠিন পদার্থেও সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। কারণ, আপনার স্মার্টফোন এবং অন্যান্য গ্যাজেটগুলো ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হট বেড, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। জার্নাল অব হসপিটাল ইনফেকশন অনুযায়ী, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম (SARS) করোনাভাইরাস, মিডিল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (MERS) করোনাভাইরাস অথবা এন্ডেমিক হিউম্যান (EH) করোনাভাইরাস ৯ দিন পর্যন্ত কাঁচ, প্লাস্টিক বা ধাতব জাতীয় পদার্থের পৃষ্ঠে জীবন্ত থাকতে পারে। এর মানে হলো, যতই হাত পরিষ্কার রাখুন না কেন, আপনার ফোনটা যদি সঠিকভাবে পরিষ্কার না রাখেন তাহলে এই জীবাণু দ্বারা আপনিও আক্রান্ত হতে পারেন।