ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের, দাসত্বের নয় বলে জানিয়ে দিলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে বেশ জলঘোলা হয়েছে। এই পরিস্থিতি প্রশমনেই এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে। মুজিববর্ষে বাংলাদেশে আসার কথা মোদীর।
এদিন ওবায়দুল কাদের জানান, দেশের স্বার্থের কথা মনে রেখেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হয়। ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের প্রতিনিধি হিসেবে মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন, বিজেপি’র হয়ে নয়। যাঁরা মোদীর বাংলাদেশে আসার বিরোধিতা করছেন তাঁরাই ভারতের সঙ্গে দাসের মতো আচরণ করেন।
উল্লেখ্য, বিএনপি মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করছে। সে কথা উল্লেখ করে তিনি বলেন, মোদীর বাংলাদেশে আসার ব্যাপারে যারা বিরোধিতা করছেন, তাঁরা মুজিববর্ষেরই বিরোধিতা করছেন। মুজিবের জন্ম শতবার্ষিকী সাড়ম্বরে উদযাপন শুরু হবে আগামী ১৭ মার্চ। আর ১৬ তারিখই বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে মোদীর। মোদীকে সাম্প্রদায়িক তকমা দিয়ে মুজিবর্ষের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ না জানানোর দাবি উঠেছে বাংলাদেশে।