আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলি : নিহত ২৬

মেক্সিকোতে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী ও ১৭ জন পুরুষ। এতে গুরুতর আহত হয়েছেন ১৩ জন। জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে দেশটির বন্দর নগর ভেরাক্রুজের ক্যাবলো ব্লাঙ্কো নামে পানশালায় এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, মাদক সংশ্লিষ্টতার কারণে এই হামলা হয়েছে। হামলার সময় পানশালায় ব্যাপক গুলি চলে ও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই পানশালার ভেতরে মরিচের গুঁড়া ছোড়ার (পিপার স্প্রে) পর ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর পানশালার বাইরে সড়কে পুলিশ ও অ্যাম্বুলেন্সের তৎপরতা লক্ষ্য করা যায়।