রেকর্ড ভাঙছে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যার খবর। মৃতের সংখ্যা প্রায় ১৫০০। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়ে হয়েছে ৬৩,৮৪১ জন। আরও ৫.০৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন কিটের প্রবল সঙ্কট দেখা দিয়েছে। তাই এখন থেকে সিটি স্ক্যানের রিপোর্টকেও গ্রাহ্য করা হবে। এই ব্যবস্থা চালুর পর শুধুমাত্র উহান থেকেই কয়েক হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। বেড়ে গিয়েছে মৃতের সংখ্যাও।
একাধিক আন্তর্জাতিক মিডিয়া দাবি করে আসছে, আক্রান্ত এবং মৃতের সঠিক সংখ্যা চীন জানাচ্ছে না। নয়া পরিসংখ্যান প্রকাশ্যে আসার পর সেই দাবি আরও জোরালভাবে উঠতে শুরু করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চীন বিষয়ক বিশেষজ্ঞ ভিক্টর শিয়ের বক্তব্য, ‘চীন প্রশাসন এত দিন এই ভাইরাস নিয়ে দু’ধরনের তথ্য ভাণ্ডার তৈরি করছিল। একটি তথ্য ভাণ্ডার সাধারণের সামনে আনা হয়নি।’ বেজিং অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি।
ইউরোপ থেকে নবম ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তিনি লন্ডনের বাসিন্দা। এই তথ্য পাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় তা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে প্রশাসনিক কর্তাদের মধ্যে। জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশও।