বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন সোনিয়া গান্ধী এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এশিয়ার বিভিন্ন দেশের সরকারের প্রধান ও রাষ্ট্রপ্রধানরা মুজিব বর্ষের নানা আয়োজনে যোগ দেবেন বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে সেদেশের বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখানে থাকার কথা প্রধান অতিথি হিসাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জন বিশিষ্ট ব্যক্তি তাঁদের অংশগ্রহণের ব্যাপারে নিশ্চিত করেছেন।
প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধীর পাশাপাশি বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ান সিদ্দিকি, ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য রুশনারা আলী, ভিয়েতনামের বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য লে থু হা, নেপালি কংগ্রেসের অর্জুন নরসিংহ কে সি, ইউনেস্কোর প্রাক্তন মহাসচিব ইরিনা বোকোভা উপস্থিত থাকবেন বলে খবর। উল্লেখ্য, আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ উদযাপিত হবে।
উল্লেখ্য, সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কিছুটা দূরত্ব বেড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের অনেকেই। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রীদের ভারত সফর বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে প্রণব মুখোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মুজিববর্ষের অনুষ্ঠানে যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।