রাজ্য

মুখ্যসচিবকে চিঠি ধরিয়ে দিল সিবিআই

রোজভ্যালি মামলায় নবান্নে গিয়ে মুখ্যসচিবকে চিঠি ধরিয়ে দিল সিবিআই। অর্থ দপ্তরের এক স্পেশাল অফিসারকে তলবও করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রোজভ্যালি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ওই অফিসারকে। বুধবার সকাল ১১টা নাগাদ তাদের এক আধিকারিক নবান্নে ওই দু’টি চিঠি দিয়ে এসেছেন। মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠি দেয় সিবিআই প্রতিনিধিদল। রোজভ্যালি মামলার বিভিন্ন নথি এবং ফাইল অবিলম্বে সিবিআই দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে চিঠিতে।
রাজ্য সরকারের কয়েকটি বিজ্ঞপ্তি, রোজভ্যালির লাইসেন্স এবং জমি সংক্রান্ত বেশ কিছু তথ্য ও নথি নবান্নের কাছে চেয়েছিল সিবিআই বলে সূত্রের খবর। এদিন সকালে যে সিবিআই আধিকারিক নবান্নে পৌঁছন। তিনি মুখ্যসচিবের অফিসে ওই চিঠি পৌঁছে দেন। অন্য একটি চিঠি দেওয়া হয় অর্থ দপ্তরের ওএসডি–কে। সিবিআইয়ের অভিযোগ, পুলিসের কাছে বার বার চেয়েও রোজভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল এখনও তাদের হাতে আসেনি। ফাইল– নথি চেয়ে বারবার চিঠি পাঠানো হয়েছে রাজ্য পুলিসকে। কিন্তু কোনও সদুত্তর মেলেনি।
সিবিআই সূত্রে খবর, অর্থ দপ্তরের ওএসডি–কে গত শুক্রবার অর্থাৎ ১৮ অক্টোবরের মধ্যে সিবিআই দপ্তরে দেখা করতে বলা হয়েছে। রোজভ্যালি বেআইনি অর্থলগ্নির কারবার চালানোর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হোটেল ব্যবসা খুলেছিল। মন্দারমণি, মেদিনীপুর–সহ বিভিন্ন জায়গায় হোটেল তৈরি করেছিল গৌতম কুণ্ডুর সংস্থা। ২০১২ সালে জমি নিয়ে রোজভ্যালি সংস্থার বিভিন্ন কারবারে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী ছিল? সেটাই খতিয়ে দেখতে চায় সিবিআই।