রাজ্য

মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে মুকুল!‌

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার খুনের অভিযোগ তুললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি সোমবার জানান, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন। আর এই মন্তব্যের পর থেকেই টানটান উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য–রাজনীতিতে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজো উদ্বোধন করতে আসেন বিজেপি নেতা মুকুল রায়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অরবিন্দ মেননও। সব্যসাচীর পুজোয় বিজেপি নেতাদের উপস্থিতি অন্য মাত্রা তৈরি করে। অনুষ্ঠানস্থলে মুকুল রায় ঢুকতেই এলাকা মুখরিত হয়ে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে। আর এখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করার দাবি তোলেন মুকুল রায়।
এখানেই নাটকের শেষ নয়। সব্যসাচী দত্তের পাশে দাঁড়িয়েই মুকুল রায় বলেন, ‘‌সব্যসাচী হল এমন এক ব্যক্তি, যিনি খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরের দুর্নীতি নিয়েই প্রশ্ন তুলেছিলেন। আজ পুজোর উদ্বোধনে আমাদের ডেকেছেন সব্যসাচী। সেজন্য হয়তো সব্যসাচীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’‌ আর সব্যসাচী বলেন, ‘‌আমি সারদা, নারদার টাকায় পুজো করি না। তাই আমার পুলিশের ভয় নেই।’‌