আন্তর্জাতিক

মুখোমুখি হচ্ছেন মোদী–ইমরান

জম্মু–কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর সেপ্টেম্বর মাসে এই প্রথম একমঞ্চে দেখা যাবে ভারত–পাকিস্তানের দুই রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী এবং ইমরান খানকে। মঞ্চ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। কিন্তু তাঁদের মধ্যে আলাদা করে বৈঠক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে খবর। উলটে একে অপরকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রথমে ভাষণ দেবেন মোদী। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিশ্বনেতাদের সামনে এই প্রথম মোদীর ভাষণ। মোদীর পরেই বক্তব্য রাখবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে আগস্ট মাসের গোড়ায় জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই প্রথম রাষ্ট্রপুঞ্জের মঞ্চে এই দুই নেতা। স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
এই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জের মঞ্চেও কোণঠাসা পাকিস্তান। পরমাণ যুদ্ধের হুমকি দিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ইমরান। যা ভাল চোখে দেখছে না বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে এক শহিদ দিবস অনুষ্ঠানে ইমরান বলেন, কাশ্মীরে ভারতের কার্যকলাপের জবাব দেবে পাকিস্তান। তার জন্য দায়ী থাকবে আন্তর্জাতিক মহল। ফলে নিজেই ব্যাকফুটে যাওয়ার রাস্তা তৈরি করে রাখলেন।
এদিকে ওই সভার আগে ইতিমধ্যেই ইমরান জানান, রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলবেন তিনি। অন্যদিকে কাশ্মীর প্রসঙ্গে ইতিমধ্যেই রাশিয়ার সমর্থন পেয়েছে ভারত। এটি যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা বারবারই বুঝিয়ে দিয়েছে মোদী সরকার। ফলে সে দিনের সাধারণ সভায় ভারত–পাক, দু’দেশই যে কাশ্মীর প্রসঙ্গে নিজেদের সমর্থনে জোরাল সওয়াল করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।