গত ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার-কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ-কিয়ারা আদভানি জুটির ‘গুড নিউজ’ সিনেমা। এই ছবিতে কারিনা ও কিয়ারাকে মা হতে দেখা গেছে। এই সিনেমা এখন বক্স অফিস কাঁপাচ্ছে। মুক্তির ছয় দিনেই ‘গুড নিউজ’ ছুঁয়ে দিয়েছে ১০০ কোটির মাইলফলক। রাজ মেহতা পরিচালিত কমেডি ঘরানার সিনেমাটি মাত্র ছয় দিনে ১১৭ কোটি রুপি আয় করেছে।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, ‘গুড নিউজ’ ২০২০ সালের শুরুতেই ভালো খবর দিল। ছয় দিনেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে সিনেমাটি। শুধু ১ জানুয়ারি সিনেমাটির আয় ছিল ২২ কোটি ৫০ লাখ রুপি।
কারিনা কাপুরের ‘আংরেজি মিডিয়াম’ সিনেমাটি সামনে মুক্তির অপেক্ষায় আছে। এই সিনেমায় কারিনার বিপরীতে ইরফান খান অভিনয় করেছেন। এটি আগামী ২০ মার্চ মুক্তি পাবে। অপরদিকে আগামী ২৭ মার্চ অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাবে। ‘সিংঘম’, ‘সিম্বা’র পর রোহিত শেট্টির এই ছবিতে অক্ষয় কুমারকে পুলিশের ভূমিকায় দেখা যাবে। অক্ষয় কুমার ২০১৯ সাল খুব ভালো কাটিয়েছেন। ‘কেশরী’, ‘মিশন মঙ্গল’ ও ‘হাউসফুল ৪’ কাঁপিয়েছে বক্স অফিস। ২০২০ এর শুরুটাও তার বেশ ভালো হলো।