অভিমান-অনুভূতি, রাগ ভাঙানো, স্মৃতি, অপেক্ষা, সম্পর্কগুলোকে আঁকড়ে ধরার মত পরিবারের চেনা গল্পগুলো নিয়ে সিনেমা ‘সাঁঝবাতি’। সিনেমাটিতে দেব ও পাওলি প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধেছেন। এই জুটির সাথে এক ফ্রেমে, প্রথমবার দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তীকে। ছবিটি পরিচালনা করছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ‘মাটি’র পর লীনা ও শৈবালের দ্বিতীয় সিনেমা এটি। তাদের সিনেমার ঘরানার সাথে অভিনেতা দেবকে মেলানোই মুশকিল। কিন্তু হতাশ করেননি দেব বলে মন্তব্য করেছেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি সল্টলেকের ‘সাঁঝবাতি বৃদ্ধাবাসে’ মুক্তি পেয়েছে ‘সাঁঝবাতি’র ট্রেলার। ‘সাঁঝবাতি’তে সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম চক্রবর্তী। ২০১৯ সালের সঙ্গীত পরিচালনায় এটাই তার শেষ সিনেমা। ‘সাঁঝবাতি’তে রয়েছে তিনটি গান। একটি নিজে গেয়েছেন, বাকী দুটি শান ও অন্বেষা গেয়েছেন।
এক বৃদ্ধ ও তার সব সময়ের সঙ্গীকে কেন্দ্র করে সিনেমার গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায় ও দেব এই দুই চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে এক বৃদ্ধা যার সর্বক্ষণের ছায়াসঙ্গী একটি মেয়ে। লিলি চক্রবর্তী ও পাওলি দামকে এই দুই চরিত্রে দেখা যাবে। সিনেমার এক পর্যায়ে গড়ে উঠবে দেব-পাওলির সম্পর্ক। পরিবারের ভেঙে যাওয়া এবং নতুন করে গড়ে ওঠা সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোনদিকে নিয়ে যাবে সেই কাহিনীই বলবে সাঁঝবাতি-র চিত্রনাট্য। সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।