বিনোদন

মানবতার বার্তা দিলেন নুসরত

রাজধানী দিল্লিতে জ্বলছে আগুন। এমন সংকট সময়ে মানব ধর্মের জয়গান গেয়ে বার্তা দিলেন অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরত জাহান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টুইটারে নুসরাত একটি ছবি পোস্ট করেন। ছবিতে ধূসর ব্যাকগ্রাউন্ডে ইংরেজি অক্ষরে ‘মুসলিম’ ও ‘হিন্দু’ শব্দ দুটো লেখা। তবে উভয় শব্দ থেকেই ‘ইউ’ এবং ‘আই’ বর্ণ দুটো অনুপস্থিত। এর নিচে লেখা, ‘তুমি (ইউ) এবং ‘আমি’ (আই) ছাড়া ‘আমরা’ হতে পারি না’।

ছবির সঙ্গে নুসরত লেখেন, ‘আমি দুঃখ ভারাক্রান্ত, মর্মাহত। আমার কষ্ট হচ্ছে। আমার দেশ জ্বলছে। ভুলে গেলে চলবে না, সবার আগে আমরা মানুষ।’

কেউ যেন গুজব, ভুয়া খবর, কিংবা ঘৃণা না ছড়ায় সেজন্যও সবার প্রতি আহ্বান জানিয়েছেন নুসরত।