জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এবার এই গায়ক নতুন গান নিয়ে হাজির হলেন। ধর্মীয় ভেদাভেদ ভুলিয়ে মানববোধ জাগ্রত করাই গানের বার্তা।
যদিও ওরা তোমায় চিনতে চেয়ে/প্রশ্ন করে বলো তুমি কে/হাসিমুখে জবাব দিও ভাই/সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই- এমন কথার গানের মাধ্যমে সকলকে মনুষ্যত্বের সঙ্গে ‘পরিচয়’ করালেন গায়ক-লেখক অনুপম রায়।
২০ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে তার নতুন গান ‘পরিচয়’। গোটা দেশ যখন ‘এনআরসি আর সিএএ’ বিতর্কে উত্তাল, ঠিক তখনই মনুষ্যত্বের জয়গান করলেন অনুপম রায়।
নতুন এ গান বিষয়ে অনুপম বলেন, একযুগ আগে গানটি লিখেছিলাম। তখন আমার গানের ভুবনে যাত্রা হয়নি। দেশের বর্তমান পরিস্থিতিতে গানটি খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই বাধ্য হয়েই গানটির মাধ্যমে মানববোধের বার্তা মানুষের কাছে পৌঁছালাম।
তিনি আরও বলেন, বুড়ো চণ্ডীদাস থেকে লালন, রবীন্দ্রনাথ- প্রত্যেকেই যুগে যুগে গানের মাধ্যমে মানবতার কথা বলেছেন। আমিও নিজ দায়িত্ববোধ থেকে এমন একটা প্রয়াসে নিজেকে যুক্ত করলাম।