জেলা রাজ্য

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিকল্প পথ

শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর শুরু হয়েছে টালা ব্রিজ ভাঙার কাজ। ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুলে যাতে সঠিক সময়ে পৌঁছতে পরীক্ষার্থীদের কোন অসুবিধা না হয়, তার জন্য শনিবার একটি রাস্তার রুট ম্যাপ প্রকাশ করল কলকাতা পুলিশ। মোট ১৭টি স্কুলের জন্য এই রুটগুলি প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে।
শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্মেন্ট স্পনসর, ডাফ হাইস্কুল ফর গার্লস এবং টাউন স্কুলের পরীক্ষার্থীদের জন্য দুটি রুট স্থির করা হয়েছে। এই তিনটি স্কুলে যে সব পরীক্ষার্থী আসবেন শহরের উত্তর–পূর্ব থেকে তাঁরা চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড হয়ে কাশিপুর রোড ধরে সরাসরি বাগবাজার থেকে সি আর অ্যাভিনিউ হয়ে শ্যামপুকুর স্ট্রীট এবং রামধন মিত্র লেনে ঢুকবে।
দ্বিতীয় রাস্তাটি হল, বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ভূপেন বোস অ্যাভিনিউ ধরবেন। সেখান থেকে সি আর অ্যাভিনিউ হয়ে শ্যামপুকুর স্ট্রিট এবং রামধন মিত্র লেনে ঢুকবে। মেট্রোতে পরীক্ষার্থীরা নামবেন শোভাবাজার মেট্রো স্টেশনে। আর বাসে উঠবেন, মধ্যমগ্রাম–হাওড়া, বেলঘড়িয়া হাওড়া রুটের ২১৯\এ, ব্যারাকপুর–হাওড়া রুটের ৭৮ নম্বর বাস, নাগেরবাজার–হাওড়া মিনি। যেসব পরীক্ষার্থী দক্ষিণ কলকাতার দিক থেকে আসবেন তাঁরাও সি আর অ্যাভিনিউ হয়ে ঢুকবেন শ্যামপুকুর স্ট্রিট এবং রামধন মিত্র লেনে। এক্ষেত্রেও মেট্রো স্টেশন শোভাবাজার। বাস নম্বর গুলি হল, ৭৮, ২২২, ৩০বি, ৪৭বি এবং ২৪০।
শ্যামবাজার বালিকা বিদ্যালয়, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এই তিনটি স্কুলে যেসব পরীক্ষার্থীরা শহরের উত্তর–পূর্ব থেকে আসবেন তাঁরা চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাচার্জী রোড হয়ে কাশিপুর রোড ধরে সরাসরি বাগবাজার আসবেন। দ্বিতীয় রাস্তাটি হল, বেলগাছিয়া রোড থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে সরাসরি বাগবাজার। এক্ষেত্রেও মেট্রো স্টেশন শোভাবাজার। বাসগুলি হল ৪৩, ২৪২, ডানকুনি, আরাধ্যা, ডানলপ মিনি, ব্যারাকপুর–হাওড়া, ৭৯ডি, ৯৩। দক্ষিণ কলকাতার পরীক্ষার্থীরা এই ক্ষেত্রে সরাসরি সি আর অ্যাভিনিউ হয়ে বাগবাজার। মেট্রো স্টেশন শোভাবাজার। বাসগুলি হল ২৪০, ২১৪, ২২২, ৭৮।
দ্যা পার্ক ইন্সটিটিউশন ফর গার্লসে যেসব পরীক্ষার্থী শহরের উত্তর–পূর্ব দিক থেকে আসবেন তাঁরা চিড়িয়ামোড় থেকে সরাসরি পাইকপাড়া হয়ে রাজা মনীন্দ্র রোড ধরে বেলগাছিয়া ব্রিজ পার করে ধরবেন ক্যানেল ওয়েস্ট রোড। বাসগুলি হল ২৩০, ৭৮, ২১৪, ডিএন–১৮, ৯৩, ৯১। দক্ষিণ কলকাতা থেকে যেসব পরীক্ষার্থীরা এই স্কুলে আসবেন তাঁরা সি আর অ্যাভিনিউ থেকে ভূপেন বোস রোড হয়ে শ্যামবাজার আসবেন। সেখান থেকে আর জি কর রোড থেকে ক্যানেল ওয়েস্ট রোড। বাসগুলি হল কেবি–২২, ০০৭, জেএম–২।
শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়ে যেসব পরীক্ষার্থীরা উত্তর–পূর্ব দিক থেকে আসবেন তাঁরা চিড়িয়ামোড় থেকে পাইকপাড়া হয়ে মিল্ক কলোনির পাশ দিয়ে রাজা মনীন্দ্র রোডে উঠবেন। মেট্রো স্টেশন বেলগাছিয়া। বাসগুলি হল– ৭৮, ২১৪, ২৩০, ৯৩, ৭৯বি। দক্ষিণ কলকাতা থেকে যেসব পরীক্ষার্থী আসবেন তাঁরা সি আর অ্যাভিনিউ থেকে ভূপেন বোস রোড হয়ে শ্যামবাজার আসবেন। সেখান থেকে আর জি কর রোড হয়ে বেলগাছিয়া সেতু পার করে মিল্ক কলোনি থেকে ডান দিকে মোড় নেবেন। বাসগুলি হল, ২২৭, ২১৯/১, ৪৭বি, ৩বি এবং ৩ডি।
এছাড়াও পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় থাকবেন প্রচুর ট্রাফিক পুলিশ। পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা কোনও অসুবিধা হলে তার জন্য দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর। নম্বরগুলি হল–১০৭৩, ৯৮৩৬৯৮৪৮১৪, ০৩৩–২২৫০–৫০৯৬, ০৩৩–২২১৪–৩৬৪৪। রাস্তাজুড়ে থাকবে সিসিটিভি নজরদারি।